শিরোনাম:
হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও কার্যক্রম উদ্বোধন জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন : সম্পত্তির ভাগ পেতে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা কচুয়ায় তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন মতলবের মেহরনে মাদক বিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী আহত, কিশোর নিহত মতলবের উদ্দমদী ওয়েফারার কমপ্লেক্সের মাহফিল সম্পন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৩৬ জুলাই ঘিরে তরুণদের আগ্রহ কচুয়ার সাচারে আল শিফা হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য লিফটের বিতরন

অপহরণকারীকে গ্রেফতারের দাবীত শিক্ষার্থীদের বিক্ষোভ

reporter / ১৯৬ ভিউ
আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
হাজীগঞ্জের দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়েল অষ্টম শ্রেণিতে পড়ুয়া সামিয়া ইসলাম কাসফিয়ার অপহরণকারীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একই সাথে তারা অপহৃত শিক্ষার্থী সামিয়াকে দ্রুত উদ্ধারের দাবী জানান।
সোমবার (২০ জুন) দুপুরে শিক্ষার্থীরা দেশগাঁও জয়নাল আবেদী উচ্চ বিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিল নিয়ে অপহরণকারীর বাড়ীতে যাওয়ার চেষ্টা করলে শিক্ষকরা বাঁধা দিয়ে সড়কেই প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, সহকারি প্রধান শিক্ষক তায়েব চৌধুরী ও সহকারি শিক্ষক নজরুল ইসলাম।
শিক্ষকরা জানান, শুক্রবার (১৭ জুন) বাড়ী থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দেশগাঁও জয়নাল আবেদী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সামিয়া ইসলাম কাসফিয়াকে সন্ত্রাসী শাওন হোসেন নামে এক যুবক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় সামিয়ার মা শাহিনা বেগম ফরিদগঞ্জ থানায় ৩ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করে।
শাহিনা বেগম জানান, স্কুলে আসা যাওয়ার পথে সামিয়া ইসলাম কাসফিকে উত্ত্যক্ত করতো শাওন হোসেন নামের এক যুবক। এ নিয়ে এলাকায় কয়েক বার সালিশি বৈঠক হলেও সামিয়াকে আর উত্ত্যক্ত না করার প্রতিশ্রুতি দেয় শাওন। অথচ শুক্রবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় জোরপূর্বক সামিয়াকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।
সামিয়া ইসলাম কাসফি ফরিদগঞ্জ উপজেলার বালিমুড়া বৈদ্য বাড়ির আব্দুল কাদেরের মেয়ে। অপহরণ কারী শাওন একই গ্রামের মুচের বাড়ির হালিম খানের ছেলে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ওই শিক্ষার্থীর মা থানায় অপহরণ মামলা করেছে। মামলাটি আমরা গ্রহণ করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। খুব দ্রুত সময়ের মধ্যে একটি ভাল ফলাফল পাওয়া যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ জানান, সামিয়াকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। সহসাই  সামিয়াকে উদ্ধার করা হবে।


এই বিভাগের আরও খবর