কে হবে ছেংগারচর পৌরসভার নৌকার মাঝি সিদ্ধান্ত আজ
নিজস্ব প্রতিবেদকঃ
কে হচ্ছেন ছেংগারচর পৌর মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। আজ দলীয় প্রার্থীর নাম চুড়ান্ত হবে বলে জানা গেছে।
আজ শুক্রবার ( ৯ জুন) সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
উক্ত সভায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চুড়ান্ত হবে বলে জানা গেছে। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে ছেংগারচর পৌর এলাকায় জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে কে হচ্ছেন আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী। সবশেষ খবর নিয়ে জানা গেছে নৌকা প্রতীকের জন্য ১৫ জন সম্ভাব্য প্রার্থী জীবন বৃত্তান্ত দলীয় প্রধানের কাছে পাঠিয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায়
পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভা, চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থী চুড়ান্ত হবে।
উল্লেখ্য, ইভিএম এর মাধ্যমে আগামী ১৭ জুলাই ( সোমবার) নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্ব স্ব পৌরসভার রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র
১৮ জুন, মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ১৯ জুন,
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন,
ভোটগ্রহণের তারিখ ১৭ জুলাই (সোমবার)।
ছেংগারচর পৌরসভার নির্বাচন প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে সকাল ৮.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে