কচুয়া প্রতিনিধি \
বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক,কচুয়ার কৃতি সন্তান ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ড. সেলিম মাহমুদ এর ‘রতœগর্ভা মা শাহজাদী বেগম’ এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
স্মরনসভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম,শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফল,দুর্যোগ ও ত্রান বিষয়ক প্রতিমন্ত্রী মন্ত্রী ডা. মো. এমানুর রহমান এমপি বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহন করবেন।
এছাড়া বেশ কয়েকজন এমপি, বিচারপতি, সচিব, ডিআইজি, ডিসি, এসপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ প্রায় ৪০ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে ড. সেলিম মাহমুদের পারিবারিক সূত্রে জানা গেছে।
আগত সন্মানিত অতিথিবৃন্দ হলেন,সুপ্রিম কোর্টের বিচারপতি খসরুজ্জামান, বিচারপতি মহিউদ্দিন শামীম, স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন, তথ্য সচিব মকবুল হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার এম. এ সবুর, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য গোলাম রাব্বানী চিনু, আজিজুস সামাদ ডন,সাবেক রেল মন্ত্রী মুজিবুল হক এমপি, লক্ষীপুরের সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষীপুর-রায়পুরের সংসদ সদস্য আনোয়ার খান, বরুড়ার সংসদ সদস্য মো. নজরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মশিউর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মঈনুদ্দিন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির চেয়ারম্যান ও উপাচার্য ড. আব্দুল মান্নান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাকসুদ কামাল, বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমূদ, বাংলাদেশ বিমান এর চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহেল, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, লক্ষীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি, চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ ও এসপি মিলন মাহমুদ। কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল তাহের, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভূইয়াঁ প্রমুখ। এছাড়াও সরকারের উর্ধতন কর্মকর্তা আসার কথা রয়েছে।