নিজস্ব প্রতিবেদকঃ
গত ৪ মে বুধবার চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) এবং ডাঃ আফসানা শর্মী, সভানেত্রী, পুনাক চাঁদপুর মহোদয় পবিত্র ঈদুল ফিতর ২০২২ উপলক্ষে নিজ বাস ভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহিত ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে আমন্ত্রিত অতিথিগণ প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন এস এম জিয়াউর রহমান, জেলা ও দায়রা জজ-চাঁদপুর, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, চাঁদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, এম এ ওয়াদুদ কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ-চাঁদপুর, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডাঃ সাহাদাৎ হোসেন, প্রেসক্লাব চাঁদপুর সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস সহ আমন্ত্রিত বিভিন্ন শ্রেণী পেশার সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজসহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর পুনাক সহ-সভানেত্রী পূজা দাশ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, সাধারণ সম্পাদক শাহীনা বেগম, পুনাক চাঁদপুর সহ জেলা পুলিশের অফিসার ও ফোর্স এবং পুনাক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।