বিল্লাল মাসুমঃ
কচুয়া ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের বীমার মেয়াদ শেষ হয় গ্রাহকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে গতকাল সোমবার উপজেলার চাঁনপাড়া গ্রামে এ চেক বিতরণ করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল আলম জেনারেল ম্যানেজার সাচার শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবির হোসেন এজিয়েম সাচার শাখা, আনিসুরহমান, রেকট কিটার সাচার শাখা এ সময় চাঁনপাড়া গ্রামের আবদুর মান্নান হাজীর প্রবাসী পুত্র মোঃ ফারুক হোসেনকে ৩লক্ষ ৭৮হাজার ৫শ বাইস, একই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী জুলেখা বেগমকে একাত্তর হাজার টাকার চেক প্রদান করা হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ মোঃ সুমন,মোস্তাক হোসাই, আবুল বাশার, সিদ্দিকুর রহমান, আমানুল্লাহ, জামাল হোসেন, প্রমুখ