নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ঈদকে সামনে রেখে নির্বিঘ্নে যান চলাচলের জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চাঁদপুর শহরের শপথ চত্তর থেকে লঞ্চ ঘাট পর্যন্ত যানবাহন চলাচলের জন্য রাস্তা ওয়ান ওয়ে করা হয়েছে।
চাঁদপর সদর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, মডেল থানা ও ট্রাফিক বিভাগের উদ্যোগে ঈদের ছুটিতে ঘরমুখি মানুষের নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে আগামী ২৭ এপ্রিল থেকে ঈদ পর্যন্ত চাঁদপুর শহরের শপথ চত্তর থেকে লঞ্চ ঘাট পর্যন্ত রাস্তা ওয়ান ওয়ে করা হয়েছে। এ রুটে যানবাহন মাদ্রাসা রোড হয়ে লঞ্চ ঘাটে প্রবেশ করবে এবং নিশি বিল্ডিং হয়ে বকুলতলা দিয়ে বের হবে। এতে করে যানজট নিরসনে ব্যাপক ভুমিকা রাখবে। এছাড়াও শহরে বসবাসকারী লোকজন গ্রামের বাড়ি গেলে পুলিশের ৪ টি টিম নিরাপত্তার জন্য টহলে থাকবে।