মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের চরকুমিরা খাতুনে জান্নাত ফাতেমা রাঃ মহিলা দাখিল মাদরাসার ২০২২ ইং সনের দাখিল পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও অভিবাক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন (মঙ্গলবার) খাতুনে জান্নাত ফাতেমা রাঃ মহিলা দাখিল মাদরাসার ভবনের মিলনায়তনে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সেন্টু পাটওয়ারীর সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ রুবেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান ও দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা উপধ্যক্ষ মুফতি এইচ এম আনোয়ার মোল্লা।
বিদায় ও দোয়া এবং অভিবাবক সমাবেশে
বিষেশ অতিথির বক্তব্য রাখেন সন্তোষপুর আলিম মাদরাসার অধ্যক্ষ আ হ মু সাইফুল্লাহ, কাছিয়াড়া মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র- ০৩ ও সংরক্ষিত(৭,৮,৯) নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিনা আক্তার যুথী, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাহমুদুল হাসান মঞ্জু সহ অন্যান্যরা।
অনিষ্ঠানে পরীক্ষার্থী ও অভিবাবকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন খাতুনে জান্নাত ফাতেমা রাঃ মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা হোছাইন আলী পাটওয়ারী, দাখিল পরীক্ষার্থীদের পক্ষে দোয়া চেয়ে বক্তব্য রাখেন ফারহানা ইয়াছমিন সুবর্না, পবিত্র কুরআন তেলাওয়াত পেশ করেন দাখিল পরীক্ষার্থী নাদিয়া আক্তার।
বিদায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অবিভাবক সদস্য শাহা-আলাম ভুইয়া, শাহা-আলাম মাল ও মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থীরা