নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সাথে জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সাথে ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২২ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই চুক্তি সম্পাদিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার।
বার্ষিক চুক্তি স্বাক্ষর সম্পাদন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত এবং মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোতাছেম বিল্যাহ, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন রশিদ, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান।