স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর শহরে অসহায় ও দুঃস্থদের মাঝে উদ্যোক্তা তানিয়া ইসলাম ঈদ উপহার বিতরণ করেছেন।
২৯ এপ্রিল শুক্রবার দিনব্যাপী জে এম সেনগুপ্ত রোডের সবাই মিলে ফাস্ট ফুড এন্ড কফি শপ প্রাঙ্গণে এই ঈদ উপহার দেওয়া হয়। ঈদ উপহারের মধ্যে সেমাই, চিনি, চাউল, দুধ ও নুডলস ছিলো। যা শতাধিক অসহায়, দুঃস্থ, বিকালঙ্গ ও ভবগুরে নারী পুরুষের মাঝে সুন্দরভাবে দেওয়া হয়।
এ বিষয়ে উদ্যোক্তা তানিয়া ইসলাম বলেন, আমার নিজের অর্জিত উপার্জন থেকে ভালো লাগা থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আর সেই চেষ্টা থেকেই ক্ষুদ্র পয়াস হিসেবে এই ঈদ সামগ্রী উপহার হিসেবে তুলে দিয়েছি। এই কাজটি করতে পেরে আমি মানসিক আত্মতৃপ্তি পাচ্ছি। আল্লাহ সহায় হলে আমি সব সময় এভাবেই মানুষের জন্য কাজ করে যাবো।
এ সময় উদ্যোক্তা তানিয়া ইসলামের ছেলে তাজওয়ান আহমেদ আজান তার মাকে ঈদ উপহার বিতরণে সহযোগিতা করেছেন।