আনোয়ার হোসেন মানিকঃ
চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় ১জনের মৃত্যু হয়েছে। গতকাল ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় প্রতিপক্ষের হামলায় আঘাতপ্রাপ্ত হয়ে তারা মৃত্যুবরণ করেন।
পুলিশ সুপার মিলন মাহমুদ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইমচরের নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাহেরচর এলাকায় বুধবার বিকেল ৩টায় দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে ঘটনাস্থলে একজন মৃত্যুবরণ করেন। হাইমচর থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে জানান মৃত্যু ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বাড়ী পাশ্ববর্তী শরীয়তপুরের বাসিন্দা বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।