মোঃ মুছা তপদারঃ
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের আয়োজনে ও মেডিসিন প্লাস্টার এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল এর সহযোগিতায় চাঁদপুরে দিনব্যাপী গুণগতমান সম্পন্ন ঔষধি উদ্ভিদ, নিরাপদ হোমিওপ্যাথিক ঔষধ উৎপাদনের প্রধান শর্ত বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ঔষধ প্রশাসন অধিদপ্তর, সহকারী পরিচালক মোছাম্মৎ ফোয়ারা ইয়াছমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ‘হোমিওপ্যাথিক আজ দেশের স্বাস্থ্য ব্যবস্থায় অবদান রাখছে। প্রত্যেক চিকিৎসকেরই সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তাই সকলের ডাক্তার দের সঠিভাবে চিকিৎসা দেয়া প্রয়োজন। আপনারা যখন রোগীকে চিকিৎসা করেন সি সময় ওষুধের ডোজ যাতে সঠিক থাকে সেদিকে বিশেষ নজর দিবেন। তাতে করে রোগী ভালোভাবে আরোগ্য লাভ করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি হোমিওপ্যাথিক চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন কেউ মেয়াদোত্তীর্ন ঔষধ বিক্রি করবে না? অধিক মুনাফার আশায় আপনারা কেই অনুশোধনহীন ফার্মাসিটিক্যাল এর ঔষধ ক্রয় করবেন না। এটা অপরাধ। হোমিওপ্যাথিক ওষুধ দেশে উৎপাদিত হোক অথবা বিদেশ থেকে আমদানিকৃত ঔষধ হোক মোরগের গায়ে অবশ্যই যেন প্রতিষ্ঠানের নাম, ঠিকানা রেজিষ্ট্রেশন নাম্বার অথ্যাৎ ডিএআর নাম্বার অথবা এমে নাম্বার এই দুই টার যে কোন একটি থাকতে হবে। ব্যাচ নাম্বার থাকবে, উৎপাদনের তারিখ থাকবে। সবাই ড্রাগ লাইসেন্স নিয়ে ঔষধ বিক্রি করবেন। যাদের লাইসেন্স আছে তারা নবায়ন করে নিবেন।
২২ মে সোমবার সকাল ১০ ঘটিকায় চাঁদপুর শহরে বৈশাখী চাইনিজ রেস্টুরেন্ট বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি ডাঃ এস এ এম রেজা-উর রহিম এর সভাপতিত্বে, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর সেক্রেটারী জেনারেল ডাঃ মাহবুব হাফিজ এর পরিচালনায় এই ওয়ার্কশপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধক্ষ্য ডাঃ মোঃ আতাহার আলী, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন সহ- সভাপতি ডাঃ মোঃ আলী হোসেন, চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, শাহারাস্তি এর অধ্যক্ষ ডাঃ মোঃ তামজিদ হোসেন, চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ আশরাফ আলী, চাঁদপুর জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শেখ মহসীন।
ওয়ার্কশপ প্রোগ্রামে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার হোমিওপ্যাথিক চিকিসকরা অংশ নেন। পরে সকলের মাঝে প্রশিক্ষনে সনদ বিতরণ করা হয়।