নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব। বার্ষিক প্রতিবেদন পাঠ ও অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।
সাধারণ সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সিনিয়র আইনজীবী এডভোকেট আলহাজ্ব কাজী আবদুল গফুর ও গীতা পাঠ করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার। অডিট রিপোর্ট পাঠ করেন অ্যাডভোকেট নুরুল আমিন খান।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম খলিল ,অ্যাডভোকেট জাহাঙ্গীর ,অ্যাডভোকেট জসিম উদ্দিন ( ২ ), অ্যাডভোকেট জয়নাল আবেদীন ,অ্যাডভোকেট নাজিম উল্লাহ বাপ্পি , এডভোকেট আবুল কাশেম প্রমুখ।
সভা শেষে জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
ক্যাপশন-চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখছেন অ্যাডভোকেট আহসান হাবীব ও রিপোর্ট পাঠ করছেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।