শিরোনাম:
ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

reporter / ১৫১ ভিউ
আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষে চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল শনিবার ৮ জুলাই বিকেলে রঘুনাথপুর বঙ্গবন্ধু স্মৃ‌তি সংস‌দ কার্যাল‌য়ে  অনুষ্ঠিত হয়।
 বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ তি‌নি তাঁর বক্তব্যে ব‌লেন, অ‌নেক ত‌্যাগের বি‌নিম‌য়ে আজও অ‌নে‌কে আওয়ামী লীগ করছে কারন তারা স‌ত্যিকা‌রে দল‌কে ভালবা‌সেন। আপনারা সমস্তদ্বিধাদ্বন্দ ভু‌লে গি‌য়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ
নির্বাচ‌নের জন‌্য প্রস্ত‌তি নেন। ‌বিগত ১৪ বছ‌রে  যে অভূতপূর্ব উন্নয়ন দে‌শে হ‌য়ে‌ছে তা বিএন‌পির আম‌লে জনগণ চো‌খে দে‌খে‌নি। আমরা উন্নয়‌নের জোয়া‌ড়ে ভাস‌ছি, তাই সকলকে সেই উন্নয়‌নের কথা বল‌বেন। নির্বাচ‌নের দিন প্রত্যেক ওয়া‌র্ডে ম‌হিলা ভোটার‌দের ভোট কে‌ন্দ্রে নেওয়ার চেষ্টা কর‌বেন। আগামী নির্বাচ‌নে নৌকার বিজয় সু‌নি‌শ্চিত কর‌তে হ‌বে।  আমাদের নেতা‌দের বিরু‌দ্ধে যারা অশ্লীল ভাষাায় গালাগাল ক‌রে তা‌দের ব‌লে দিতে চাই আমরা অ‌নেক সহ‌্য ক‌রে‌ছি আর নয।
ব‌র্ধিত সভায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।
চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপ‌তি মোঃ সে‌লিম খা‌নের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক জি এম সামছুল আল‌মের প‌রিচালনায় আরো বক্তব‌্য রা‌খেন পৌর আওয়ামী লীগ নেতা সন্জিত পোদ্দার, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক র‌ফিকুল ইসলাম, মোঃ মুজিবুর রহমান গাজী, প্রচার সম্পাদক সোঃ মা‌লেক মিয়াজী, ম‌হিলা সম্পাদিকা ফের‌দৌ‌সি সুলতানা, জেলা ছাত্রলী‌গের সহ সভাপ‌তি সাইমুর রহমান মিসু, ওয়ার্ড ছাত্রলী‌গের সভাপ‌তি সাঈদ হো‌সেন, সাধারণ সম্পাদক শাহীন গাজী প্রমুখ।


এই বিভাগের আরও খবর