শিরোনাম:
হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও কার্যক্রম উদ্বোধন জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন : সম্পত্তির ভাগ পেতে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা কচুয়ায় তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন মতলবের মেহরনে মাদক বিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী আহত, কিশোর নিহত মতলবের উদ্দমদী ওয়েফারার কমপ্লেক্সের মাহফিল সম্পন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৩৬ জুলাই ঘিরে তরুণদের আগ্রহ কচুয়ার সাচারে আল শিফা হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য লিফটের বিতরন

চাঁদপুর স্টেডিয়ামে ৩ শতাধিক দরিদ্র জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে

reporter / ১৫৬ ভিউ
আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

প্রধানমন্ত্রী সবসময়ই দেশের সাধারণ মানুষের কষ্টের কথা ভাবেন
………..জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ শতাধিক দরিদ্র জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (শুকনো খাবার) বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকালে চাঁদপুর স্টেডিয়ামে দরিদ্র জেলে মাঝে এ প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
প্রধানমন্ত্রীর উপহার বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন। চাঁদপুরের প্রশাসনও সবসময়ই আপনাদের পাশে আছেন। প্রধানমন্ত্রী সবসময়ই আপনাদের কষ্টের কথা ভাবেন, চিন্তা করেন এবং তার যথাযথ ব্যবস্থা করে থাকেন। আজকে তারই অংশ বিশেষ এ কার্যক্রম।
জেলা প্রশাসক আরো বলেন, পুরো জেলাতে আমরা প্রায় ৭ শতাধিক দরিদ্র জেলেদের মাঝে এই শুকনো খাবার বিতরণ করছি। এছাড়াও তাদের জন্যে বরাদ্দকৃত ৪০ কেজি করে চালও আমরা দিচ্ছি।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন-জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের দলনেতা ওমর ফারুক।
এসময় উপস্থিত ছিলেন-চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী, তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল গাজী, হানারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাত্তার রাঢ়ী প্রমূখ।
প্রধানমন্ত্রীর উপহার (শুকনো খাবার) হিসেবে ছিলো মিনিকেট চাল ১০ কেজি, মসুরি ডাল ১ কেজি, লবন ১ কেজি, চিনি ১ কেজি, চিড়া ২ কেজি, তেল ১লিটার, নুডুলস ৫০০ গ্রাম।


এই বিভাগের আরও খবর