চাঁদপুর হরিণা নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে জালসহ আটক-৫

reporter / ৭৫ ভিউ
আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

 

নিজস্ব প্রতিবেদকঃ  চাঁদপুর সদরের হরিণা নৌ পুলিশ ফাঁড়ির জাটকা সংরক্ষণ অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ৫ অসাধু জেলেকে আটক করা হয়েছে।
৩১ মার্চ বৃহস্পতিবার রাতে আখনের হাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতরা হচ্ছেন,মোঃ মামুন মোল্লা(১৯), রুবেল মোল্লা(৩০), মুনসুর আহমেদ (৬৫), মোঃ নাসির আহমেদ (২৪) এবং মোঃ রিয়াদ হাওলাদার (১৯)।
এ বিষয়ে চাঁদপুর হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, আমরা জাটকা সংরক্ষণের নিয়মিত অভিযানকালে অবৈধ কারেন্ট জালসহ ৫ জনকে আটক করেছি। জাল জব্দ রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরও খবর