নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর শহরের প্রসিদ্ধ হোটেল ব্যবসায়ী চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল কুদ্দুস বেপারীর আজ সোমবার ৩ জানুয়ারী ১৯ তম মৃত্যু বার্ষিকী।
আব্দুল কুদ্দুস বেপারী ২০০৩ সালের আজকের দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে পৃথিবীর মায়া ত্যাগ করেন। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে আজ রবিবার রঘুনাথপুর এতিমখানায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। তাছাড়া রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদে মিলাদ এবং রেলওয়ে প্লাটফর্মে গরীবদের মাঝে খাবার বিতরন করা হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের রুহের মাগফেরাতও মরহুমের জন্য দোয়া চাওয়া হয়েছে।