নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম-(বার) গত বছরের ১৮মার্চ তারিখে চাঁদপুর জেলায় যোগদান করেন। গত এক বছর চাঁদপুর জেলা পুলিশের আভ্যন্তরীণ উন্নয়ন ও জেলার সার্বিক আইন-শৃংখলা উন্নয়ন, অপরাধ দমন, অপরাধীদের আইনের আওতায় আনা, অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার, সাজা প্রাপ্ত আসামী ও ডাকাত গ্রেফতার, ক্লুলেস মামলা রহস্য উদঘাটন সহ সর্বসাধারণের সেবা প্রাপ্তিতে বিশেষ অবদান রাখেন। তাহার বলিষ্ঠ নেতৃত্বের ফলে চাঁদপুরের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিগত বছরের তুলনায় অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে। ১। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারঃ বর্তমান আইজিপি মহোদয়ের মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসারে চাঁদপুর জেলাকে শতভাগ মাদকমুক্ত করাকে তিনি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। এ পর্যন্ত প্রায় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ কেজি গাঁজা, ২৫০০ বোতল ফেন্সিডিল, বিদেশীসহ বিভিন্ন প্রকারের প্রচুর মাদক দ্রব্য উদ্ধার করে। ৭৯৭ টি মামলায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় ও সেবনের সাথে জড়িত এ পর্যন্ত ৮৮৭ জন ব্যক্তিকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এছাড়া, ফরিদগঞ্জ থানায় অবৈধ অস্ত্র মামলায় ০২ জনকে গ্রেফতার পূর্বক তাদের নিকট হতে ০২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
২। গ্রেফতারী পরোয়ানা ও সাজা পরোয়ানা তামিলঃ চাঁদপুর জেলায় বিগত ০১ বছরে ৪,৬৪০টি গ্রেফতারী পরোয়ানা ও ৪৬২ বিভিন্ন মেয়াদে সাজা পরোয়ানা তামিল করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ৩। ক্লুলেস মামলার রহস্য উদঘাটনঃ চাঁদপুর জেলার বিভিন্ন থানায় রুজুকৃত ক্লুলেস ০৭টি খুন ও ০৩টি ডাকাতি মামলা রুজু হয়। উক্ত মামলা গুলো পুলিশ সুপার, চাঁদপুর এর সঠিক দিক নির্দেশনায় এবং বলিষ্ঠ নেতৃত্বের কারণে অতি দ্রুত সময়ে মামলার রহস্য উম্মোচিত হয়।
৪। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নঃ ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক ভাবে সমাপ্ত হয়। সাধারণ জনগণকে নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়া। পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচন কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ হয়। যা ইতিমধ্যে সংবাদপত্র ও অনলাইন নিউজে ব্যাপক সাড়া ফেলে। চাঁদপুরবাসীর কাছ থেকে ভূয়সী প্রশংসিত হয়েছেন পুলিশ সুপার, চাঁদপুর।
৫। পুলিশ নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতঃ পুলিশ সুপার মহোদয় চাঁদপুর জেলায় যোগদানের পর থেকে এ পর্যন্ত ০২ টি ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পেয়েছেন। এর মধ্যে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ২০২১ নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করেন পুলিশ সুপার, চাঁদপুর এবং টিআরসি নিয়োগ-২০২২ কার্যক্রম প্রক্রিয়াধীন। স্বচ্ছতার নিদর্শন স্বরূপ নিয়োগ প্রাপ্ত রিক্রুট প্রার্থীদের তালিকায় এতিম, রিক্সাচালক, অসহায় পরিবারের মেধাবি তরুণ ছেলে মেয়ে সহ যোগ্যতার ভিত্তিতে সকল প্রার্থী চাকরি পায়। যা ইতিমধ্যে চাঁদপুর জেলায় ব্যাপক সাড়া ফেলে, পুলিশ বাহিনীর এমন স্বচ্ছ নিয়োগে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতি প্রগাঢ় বিশ্বাস-আস্তা তৈরি হয়েছে সাধারণ জনগণের মনে। দালাল ও দূর্ণীতিমুক্ত নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করায় চাঁদপুরবাসীর কাছ থেকে ভূয়সী প্রশংসিত হচ্ছেন পুলিশ সুপার, চাঁদপুর।
৬। করোনাকালীন মানবিক সহায়তাঃ করোনাকালীন গণমানুষের জীবন যাত্রা যখন স্থবির হয়ে পড়েছে, হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে তখন পুলিশ সুপার, চাঁদপুর জেলায় প্রায় ৬,০০০ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়াও প্রতিটি উপজেলায় অসংখ্য মাস্ক, স্যানিটাইজারসহ স্বাস্থ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করেন। ৭। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ ভূমিকাঃ কুমিল্লা জেলার ০১টি মন্দিরে পবিত্র কোরআন শরীফ পাওয়াকে কেন্দ্র করে সারাদেশে যখন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হওয়ার মত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন মাননীয় পুলিশ সুপার, চাঁদপুর এর বলিষ্ঠ নেতৃত্বে চাঁদপুর জেলার সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ন্ত্রণ করেছেন।
৮। নাগরিক সেবা প্রত্যাশীদের জন্য যে সকল পদক্ষেপ গ্রহন করেছেন
(ক) প্রবাসী কল্যাণ হেল্প ডেক্স স্থাপনঃ মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে দেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদান রাখা চাঁদপুর জেলার প্রবাসীদের জন্য বিশেষ সেবা চালু করেছে জেলা পুলিশ, চাঁদপুর। পুলিশ সুপার কার্যালয়ে স্থাপন করা হয়েছে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক। প্রবাসীদের যে কোন ধরণের আইনি সহায়তা প্রদানের জন্য চাঁদপুর জেলায় প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক চালু করা হলো। সেবা প্রদানের জন্য অফিসার পদায়ন করা হয়েছে। ২৪ ঘন্টা বিরতিহীন সেবা প্রদানের জন্য প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের জন্য ০১ টি হটলাইন (০১৩২০-১১৫৯৭০) নাম্বার চালু করেন। চাঁদপুরের যে কোন প্রবাসী যে কোন সময় নিজের অথবা নিজের পরিবারের যে কোন সেবার জন্য এই নাম্বারে কল দিয়ে পুলিশিং সেবা নিতে পারবেন। এই হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ ও ভাইবার অ্যাপ সমূহ রয়েছে।
(খ) ওয়ানস্টপ পুলিশ ক্লিয়ারেন্স সেবাঃ অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবার মাধ্যমে বিদেশগামী যাত্রীদের দোরগোড়ে পুলিশ ক্লিয়ারেন্স পৌঁছে দিতে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের নীচ তলায় একটি ডেক্স চালু করেন। বিদেশগামীগণ পুলিশ ক্লিয়ারেন্স পেতে দালাল সহ বিভিন্ন মাধ্যমে হয়রানিও বিলম্বতার স্বীকার হচ্ছেন। এ হয়রানি লাঘবের জন্য বিনামূল্যে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন ফরম পূরণ, তদন্ত কার্যক্রম শেষে ০৩ দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স ডেলিভারীর বিষয়টি নিশ্চিত করছেন। (গ) নারী ও শিশু হেল্প ডেক্স গতিশীল করাঃ নির্যাতিত নারী ও শিশুদেরকে আইনগত সহায়তা প্রদানের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে আলাদা একটি নারী ও শিশু হেল্প ডেক্স স্থাপন করা হয়েছে। উক্ত নারী ও শিশু হেল্প ডেক্সে নারী অফিসার পদায়ন করে নির্যাতিত নারী ও শিশুদের আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে।
(ঘ) বডি ওর্ন ক্যামরা ব্যবহারঃ গত ২৪ ফেব্রুয়ারি তারিখে চালু করেন।