শুক্রবার (১৯ মে) বিকালে বাঙালির মিরপুর ডিওএইচএস, এ সংগঠনের সদস্যদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে কেককেটে লোগো উন্মোচন করল বাংলাদেশ পুলিশের উদ্ধত্বন কর্মকতা, সংগঠনের চেয়ারম্যান ডি এ তায়েব।
অসাধারণ এই লোগোটি তৈরি করেছেন গ্রাফিক্স ডিজাইনার ও ফোরামের সদস্য সাংবাদিক মুছা তপাদার।
সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে বক্তব্য রাখেন, ডি এ তায়েব সাংস্কৃতিক ফোরামের উদ্যোক্তা এপেক্স সাঈদ আহসান, সাইদ হোসেন অপু চৌধুরী, ডি এ আমিন সানী।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সাংবাদিক আল আমিন মুন্সি, লিমন আহমেদ, আলী হাসান, নারী সদস্য সাথী ইসলাম, পায়েল নূর, লিজা আফরিন প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে এপেক্স সাঈদ আহসানকে সভাপতি ও সাইদ হোসেন অপু চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা ও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নবপ্রজন্মের মাঝে দেশাত্মবোধ ও মানবিকতার বিকাশ সাধন ও প্রতিটি সদস্যদের জীবনমান উন্নয়নে কাজ করবে এই প্রত্যয়ে সংগঠনটি গঠন করা বলে জানিয়েছেন সদস্যরা।
পরে সকল সদস্যদের সঙ্গে নিয়ে কেককেটে সংগঠনের শুভ সূচনা করেন চিত্রনায়ক ডি এ তায়েব।