শিরোনাম:
কচুয়ায় তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন মতলবের মেহরনে মাদক বিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী আহত, কিশোর নিহত মতলবের উদ্দমদী ওয়েফারার কমপ্লেক্সের মাহফিল সম্পন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৩৬ জুলাই ঘিরে তরুণদের আগ্রহ কচুয়ার সাচারে আল শিফা হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য লিফটের বিতরন ফরিদগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জে রাসূল (সাঃ) অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ছেংগারচরে পৌর আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিলে

reporter / ১৫৮ ভিউ
আপডেট : রবিবার, ১ মে, ২০২২

শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আ’লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে
     —–যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ
মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলায় ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকেলে ছেংগারচর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দোয়া ও মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ।
প্রধান অতিথির বক্তব্যে এমএ ওয়াদুদ বলেন, বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধ করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সামনে নির্বাচন আসছে। সেই নির্বাচনে নৌকার মাঝিকে নির্বাচিত করার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনাকে পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। কারণ আওয়ামী লীগের হাতেই নিরাপদ বাংলাদেশ ও বাঙালী জাতি। এটা ভুলে গেলে হবে না।
তিনি আরও বলেন, বৃহত্তর মতলবে যে উন্নয়ন হয়েছে তার একমাত্র রূপকার মায়া ভাই। উনার নেতৃত্বে ব্রীজ, কালভার্ট, রাস্তা, সাইক্লোন সেল্টার, বিদ্যালয়ের একাডেমিক ভবন সবই নির্মিত হয়েছে। এই তিন বছরে তা চীর অতীত। মায়া ভাই মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে বীরবিক্রম পদবীতে ভূষিত করা হয়েছে। এ সম্মান চাঁদপুরবাসীর। আমরা সকল মুক্তিযোদ্ধারা উনার সাথে আছি। ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরিত করার জন্য শেখ হাসিনার যে স্বপ্ন তা বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী।
ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা ও ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের যৌথ পরিচানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার।
আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ।
এ সময় আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর