জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

reporter / ৯৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  ০৯ মে সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। সভায় জেলার বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা, আদালতের মামলা সমূহ দ্রুত নিষ্পত্তিকরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে আইন প্রয়োগ,আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল আচরণ,চাঁদপুর শহরের সড়কে যানজট নিরসনসহ   সংশ্লিষ্ট সকলকে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এসময় বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম ( বার), চাঁদপুর অন্ঞ্চলের নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক নাসির উদ্দিন সারোয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


এই বিভাগের আরও খবর