মুহাম্মদ আলমগীর: রমজান মাস ও মুজিব নগর দিবস উপলক্ষে গতকাল ১৭ এপ্রিল রবিবার বিকেলে শহরের বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পৌর প্যানেল মেয়র মোঃ হেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ, আতাউর রহমান পাটওয়ারী, মাঈনুউদ্দিন আরিফ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান,ক্রিড়া বিষয়ক সম্পাদক এম এ মবিন জনি, সদস্য আবু সায়েম, শুভাশিস ঘোষ শুভ, জুলফিকার আলী ভুট্টো, ইমান গাজী, মমিনুল ইসলাম গাজী, জুয়েল কান্তি নন্দু,তাপস রায়,মোঃ নিশান, হাবিবুর রহমান খান, খলিলুর রহমান,বিজয় কুমার নাগ,আবুল কালাম, জাফর দেওয়ান, ইয়াছিন বেপারী, রুবাইয়াত আহমেদ উৎস, সালমান, সাব্বির, বিল্লাল বেপারী প্রমূখ।