নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুন এর তত্বাবধানে গতকাল ৯ এপ্রিল, শনিবার দুপুরে মোঃ মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন স্বর্ণখোলা রোডস্থ ফয়সাল মার্কেটের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ সজিব (২২), পিতা- মৃত আজিম উদ্দিন, মাতা- শাহানাজ খাতুন ও মাদক কারবারি কাউছার (২০), পিতা- আবুল কালাম, মাতা- রুনা আক্তার উভয়কে ৪(চার) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা । উক্ত মামলায় পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারা দেশের মত চাঁদপুরকেও মাদক মুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান চলবে।