দেশের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক সংবাদ এর ইলিশের বাড়ী চাঁদপুর জেলাস্থ প্রতিনিধিদের সাথে মফস্বল সম্পাদক মোঃ আলম হোসেন মতবিনিময় করেছেন।
২১ মে রোববার দুপুরে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবে এই মতবিনিময় সভা হয়।
এসময় দৈনিক সংবাদ এর চাঁদপুর জেলা প্রতিনিধি শ্যামল সরকারের সভাপতিত্বে এবং দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের সঞ্চালনায় এই মতবিনিময়কালে আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দৈনিক সংবাদ এর চাঁদপুরের কচুয়া প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, শাহরাস্তি প্রতিনিধি নোমান হোসেন, ফরিদগঞ্জ প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, হাজীগঞ্জ প্রতিনিধি সুজন দাস, মতলব উত্তর সংবাদদাতা শহিদুল ইসলাম খোকনসহ অন্যান্যরা।
মতবিনিময়কালে দৈনিক সংবাদ এর মফস্বল সম্পাদক মোঃ আলম হোসেন বলেন, ইতিহাস ঐতিহ্য লালনকারী দৈনিক সংবাদ এর প্রতিনিধিদের আরও উজ্জীবিত করতে এই মতবিনিময়। সকলে ভালো ভালো খবর সংগ্রহের পাশাপাশি বিজ্ঞাপন সংগ্রহেও মনযোগী হতে হবে। যেসব স্থানে প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি খুঁজে বের করতে জেলা প্রতিনিধিকে দায়িত্ব নিতে হবে।সংবাদ সংগ্রহের ক্ষেত্রে আমি আপনাদের সর্বাত্মক পরামর্শ সহযোগিতা করবো।
মতবিনিময়ের শুরুতে দৈনিক সংবাদ এর চাঁদপুরের প্রতিনিধি ছিলো কিন্তু মারা গেছেন তাঁদের রুহের মাগফিরাত কামনা করে১ মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত চাঁদপুরের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।