শিরোনাম:
কচুয়ায় তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন মতলবের মেহরনে মাদক বিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী আহত, কিশোর নিহত মতলবের উদ্দমদী ওয়েফারার কমপ্লেক্সের মাহফিল সম্পন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৩৬ জুলাই ঘিরে তরুণদের আগ্রহ কচুয়ার সাচারে আল শিফা হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য লিফটের বিতরন ফরিদগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জে রাসূল (সাঃ) অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নারায়ণপুর পপুলার উবিতে পূনরায় সভাপতি হলেন মামুন চেয়ারম্যান

reporter / ১৬৫ ভিউ
আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
 মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূনরায়  সভাপতি নির্বাচিত হলেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা মামুন । সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হাছানাতের সভাপতিত্বে এবং  প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশীদের পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে আব্দুল্লাহ আল মামুনের নাম প্রস্তাব করেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. ফারুক পাটোয়ারী ও সমর্থন করেন আব্দুল্লাহ আল মামুন (মিঞা মামুন)। সভাপতি পদে আর কোন  প্রার্থী না হওয়ায় উপস্থিত  সকল সদস্যের সর্বসম্মতিক্রমে আব্দুল্লাহ আল মামুনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত ঘোষনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি সৈয়দ আবুল বাসার, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম স্বপন মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ প্রমুখ।


এই বিভাগের আরও খবর