শিরোনাম:
বিদ্যালয়ে পিয়ন থাকলেও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মাঠ পরিস্কার করাচ্ছেন প্রধান শিক্ষক ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক মহেশ শর্মা চাঁদপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দিল চাঁদপুর চেম্বার অব কমার্স মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি বাড়াতে খুশি ক্ষূদ্র উদ্যোক্তারা রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ নাজিরপাড়া ক্রীড়া চক্রের অভিষেক ও পরিচিতি সভা

নারায়নপুরে রোজাদারকে দোকানে ডেকে এনে মারধর থানায় অভিযোগ

reporter / ২০৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলবে এক রোজাদার প্রতিপক্ষকে দোকানে ডেকে নিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।  ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়নপুর পশ্চিম বাজারে।
জানা যায়, পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ ভানুরপাড় গ্রামের মৃত সহরআলী বেপারীর ছেলে অটো চালক কবির বেপারীকে নারায়নপুর বাজারের চৌরাস্তা থেকে ডেকে আল আমিন ফার্নিচার মাঠ নিয়ে এনে মারধর করে একই গ্রামের করিম বেপারীর ছেলে ফরহাদ ও আল আমিন, এ সময় রক্তাক্ত যখম অবস্থায় আশেপাশে ব্যবসায়ীরা উদ্ধার করে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে  যায়। এ ঘটনায় কবির বেপারী বাদী হয়ে মতলব দক্ষিন থানায় একটি লিখিত অভিযোগ করেন
ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউসার প্রধান বলেন আমি এ বিষয়ে কিছুই জানিনা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ীরা বলেন দোকানে ডেকে এনে রমজান মাসে একজন রোজাদদরকে এভাবে মেরে রক্তাক্ত করা ঠিক হয়নি। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
এ বিষয়ে কবির বেপারী বলেন করিম বেপারী গংদের সাথে দির্ঘদিন যাবত জায়গা নিয়ে ঝামেলা চলে আসছে।  আমার পত্রিক সম্পত্তি তারা জোর পুর্বক দখল করে নিয়েছে। এরই সুত্র ধরে ৮ এপ্রিল  বিকালে ইউনিন যবলীগের  সভাপতির নাম বলে আমাকে দোকানে ডেকে নিয়ে মারধর করে। এর আগে গত ৭ মার্চ আমার স্ত্রীকে তারা মারধর করেছিল। আমি অসহায় বলে তারা আমার উপর নির্যাতন চালাচ্ছে।
এ বিষয়ে আল আমিন মোবাইলে ফোনে বলেন কবিরের সাথে কথা কাটাকাটি হয়েছে মারধর করা হয়নি তবে আমার ভাই ফরহাদ তাকে ধাক্কা দিলে সে পরে গিয়ে কাঠের আঘাতে তার মাথা ফেটে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই করির হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর