শিরোনাম:
ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে… পুলিশের সহযোগিতায় চাঁদপুরে আশ্রয়হীনদের মাঝে ৮টি ঘর উপহার

reporter / ১২৬ ভিউ
আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

স্টাফ রিপোটার।।
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় এক যোগে চাঁদপুরে ভূমি ও আশ্রয়হীনদের মাঝে ঘর উপহার অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে  ১০ মার্চ সকাল ১১ টায় উদ্বোধন করবেন।
পুলিশের সহযোগিতায় চাঁদপুরের ৮ উপজেলায় ১টি করে ভূমি ও আশ্রয়হীনদের মাঝে প্রায় ৩শতক  ভূমিসহ  ৮টি ঘরের চাবি প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পর হস্তান্তর করা হবে বলে জানা যায়।
প্রতিটি ঘর ১শতক  ভূমির উপর  নির্মাণ করা হয়েছে জানা যায়, এতে ২টি বেডরুম ১টি ডাইনিং ও ১টি বারান্দা রয়েছে, টিন সেট এ দালান গুলো ছোট হলেও দৃষ্টিনন্দন।
চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ  জানায় চাঁদপুর সদরের যে ঘরটি দেয়া হবে তা নির্মাণ করা হয়েছে পৌরসভায়র কয়লা ঘাট এলাকায়।
প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে এই ঘরটি মৃত.সাত্তার দর্জির ছেলে ইউনুস দর্জির নিকট চাবি হস্তান্তর করা হবে।
এই ঘরটি যেখানে নির্মাণ করা হয়েছে সেখান থেকে বিদ্যুৎ অনেক দূরে ছিল আমরা ৫ টি খুটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ এনে দিয়েছি। ইউনুস দর্জি  ঘরটিপেয়ে অনেক খুশি। তাই তাকে পুলিশ সুপার এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছি।তিনি  প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও তার জন্য অনেক দোয়া করেছেন ।


এই বিভাগের আরও খবর