শিরোনাম:
ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে ঘুরছেন বিভিন্ন মহলের ধারে ধারে চাঁদপুরের ৮ উপজেলা সহ দেশের ৪৯৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন চাঁদপুর জেলার ৭টি সহ সারাদেশে ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০ কচুয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন কচুয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে শিক্ষক সমিতি শুভেচ্ছা মতলব উত্তরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা উপাদী উত্তর ইউনিয়নে দীপু চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া

ফরিদগঞ্জে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি বাস্তবায়ন ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

reporter / ২১২ ভিউ
আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
২২ মে রবিবার ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে ও একাডেমি সুপারভাইজার আব্দুলাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ গিয়াসউদ্দিন পাটওয়ারী,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফি।
অনুষ্ঠানে সমাপনী পর্বে সভাপতির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  তাছলিমুন নেছা। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগ এর জন্য শিক্ষা ক্ষেত্রে আমরা আরেক ধাপ এগিয়ে যাবো বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা ও আমাদের গরিব ও মেধাবী শিক্ষার্থীরা যেন ঝরে না পরে তার জন্য আমাদের প্রধানমন্ত্রীর এই উদ্যোগ প্রশংসনীয়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায় ট্রাস্ট এর উদ্দেশ্য।
 কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী প্রোগ্রামার রফিকুল ইসলাম তালুকদার,  চাঁদপুর জেলা  শিক্ষা অফিস সহকারী প্রোগামার মোঃ সেলিম। দিনব্যাপি এই কর্মশালায় ফরিদগঞ্জ উপজেলার ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২০ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক অংশগ্রহণ নেয়।


এই বিভাগের আরও খবর