শিরোনাম:
১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নিজেই চালকের ভূমিকায় আহসান হাবীব মতলব দক্ষিণে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  ফরিদগঞ্জে জামায়াতে ইসলামীর ন্যায্য মূল্যে পণ্য বিক্রির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন চাঁদপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত চাঁদপুর -ফরিদগঞ্জ সড়কে বালুবাহী মিনি ট্রাকের ধাক্কায় নিহত ১ বর্ণিল আয়োজনে চাঁ.স.ক শিবিরের প্রকাশনা উৎসব

ফরিদগঞ্জে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি বাস্তবায়ন ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

reporter / ২৫৫ ভিউ
আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
২২ মে রবিবার ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে ও একাডেমি সুপারভাইজার আব্দুলাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ গিয়াসউদ্দিন পাটওয়ারী,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফি।
অনুষ্ঠানে সমাপনী পর্বে সভাপতির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  তাছলিমুন নেছা। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগ এর জন্য শিক্ষা ক্ষেত্রে আমরা আরেক ধাপ এগিয়ে যাবো বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা ও আমাদের গরিব ও মেধাবী শিক্ষার্থীরা যেন ঝরে না পরে তার জন্য আমাদের প্রধানমন্ত্রীর এই উদ্যোগ প্রশংসনীয়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায় ট্রাস্ট এর উদ্দেশ্য।
 কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী প্রোগ্রামার রফিকুল ইসলাম তালুকদার,  চাঁদপুর জেলা  শিক্ষা অফিস সহকারী প্রোগামার মোঃ সেলিম। দিনব্যাপি এই কর্মশালায় ফরিদগঞ্জ উপজেলার ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২০ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক অংশগ্রহণ নেয়।


এই বিভাগের আরও খবর