ফরিদগঞ্জে বিএনপির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

reporter / ৯৪ ভিউ
আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

ফরিদগঞ্জ উপজেলা- প্রতিনিধি 
বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার শর্তহীন মুক্তি ও সু-চিকিৎসা কামনায় চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার মান্দারখিল এলাকার লায়ন মো. হারুনুর রশিদ শিক্ষা কমপ্লেক্স’র মাঠে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।
উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে ও যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা ভিপি জাকির হোসেন, শাহ আলম মুকুল, চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি নাছির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাবুল, সহ-সভাপতি বিল্লাল হেসেন, সেলিম রাঢ়ী, যুবদল নেতা পেয়ার আহমেদ, মনির হোসেন, ছাত্রদল নেতা শাওন পাঠান, ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ সকল সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পবিত্র রমজান মাসেও নিত্য প্রয়োজনী  দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। দেশ পর্যায়ক্রমে দেউলিয়ার পথে হাঁটছে। আগামী দিনে এ সরকার ক্ষমতায়  থাকলে দেশ দেউলিয়া হয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। প্রতিটি ঘরেই দুবেলা দুমুঠো ভাত খেতে কষ্ট হচ্ছে মানুষের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজ মানুষের পাশে রয়েছে।
আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্যে বিশেষ দোয়া করা হয়।


এই বিভাগের আরও খবর