মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
১২ এপ্রিল মঙ্গলবার পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হকের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।ইফতারের পূর্ব মুহুর্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রয়াত সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, দেশ ও জাতি এবং মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধিমঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাওলানা শহিদ উল্যাহ।এসময় দলকে সুসংগঠিত করার লক্ষ উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিরা।অনুষ্ঠান শেষে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমন্ত্রিত অতিথি ও উপস্থিতিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাসান রাজা পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন মিঠু, পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোহাম্মদ হোসেন মিজি, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.দেলোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুতু মাষ্টার,পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান, সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির পাটওয়ারী প্রমূখ।