ফরিদগঞ্জ সংবাদ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী

reporter / ১৭০ ভিউ
আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জের আঞ্চলিক গণমাধ্যম ফরিদগঞ্জ সংবাদ অনলাইন পোর্টাল পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন সম্পন্ন হয়েছে।
২০ এপ্রিল (বুধবার) সকালে পত্রিকার প্রতিনিধি শামীম হাসানের সঞ্চালনায় ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান এর সভাপতিত্ত্বে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) সভাপতি আব্দুস সালাম আজাদ জুয়েল। এসময় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, গণমাধ্যমে কাজ করতে গিয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সংবাদটুকু কতটা বস্তুনিষ্ঠ হচ্ছে। সংবাদ কর্মীরা শুধু সংবাদ তৈরি করে তা নয়, সংবাদ কর্মীরা একাধারে একজন সামাজকর্মীর দায়িত্ব পালন করে। সবসময় মনে রাখতে হবে আমাদের পরিবেশিত সংবাদ যেন কারো ক্ষতির কারণ না হয়৷ ফরিদগঞ্জ সাংবাদ ফরিদগঞ্জের আয়না হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমান, সাংবাদিক গাজী মমিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ সংবাদের প্রতিনিধি খাদিজা তাসনীম, তাহসীন মিলন, জাহিদুল ইসলাম ফাহিম, মিতানুর আক্তার ও তৌহিদুর রহমান রনি এবং জাহিদুল ইসলাম রাসেল সহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর