নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঐতিহাসিক ১০ জানুয়ারি উপলক্ষে বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের
সভাপতি নাছির উদ্দীন আহমেদ বলেন,
দেশ স্বাধীন হওয়ার পর ১০ জানুয়ারি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ও অবিসংবাদিত নেতা বাংলাদেশে পা রেখে বলেছিলেন বাঙ্গালি জাতির যে ভালবাসা আমি পেয়েছি তা নিজের রক্ত দিয়ে হলেও শোধ করবো। তিনি চেয়েছিলেন স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত রাষ্ট্রে পরিনত হয়েছে। পৃথিবীর অনেক দেশ উন্নয়শীল হয়েছে কিন্তু বাংলাদেশের মতো এত তাড়তাড়ি এগুতে পারেনি। আর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর আদর্শে ও শেখ হাসিনার নেতৃত্বে সবাই কে আন্তরিকতা নিয়েই মানুষের কল্যাণে কাজ করবো
এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান ভূইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান জুয়েল, আাইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন সরকার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, উপ-দপ্তর সম্পাদক ও পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আলী এরশাদ মিয়াজি, জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিমউদদীন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান বাবুল, জেলা আওয়ামী যুব লীগের আহবায়ক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান কালু ভূইয়া, যুগ্ম আহবায়ক সালাউদ্দীন মোঃ বাবর, যুগ্ম আহবায়ক আবু পাটওয়ারী, যুগ্ম আহবায়ক ও পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি,
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র অ্যাডভোকেট মোঃ হেলাল হোসেন, সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল, যজেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুকবুল হোসেন মিয়াজি, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার মোঃ আবুল কালাম আজাদ,
সদর উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে মৈশাদী ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া,
শহর আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর আবদুল মালেক শেখ,
সদর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শিমুল হাসান শামনু, মোঃ তাজুল ইসলাম মিয়াজি, সদর উপজেলা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষে ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল্ল্যা পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিঝি, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু,
জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিক, জেলা তাতী লীগের আহ্বায়ক নূর মোহাম্মদ পাটওয়ারী,
জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী রেনু বেগম।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন জেলা যুবলীগের সদস্য মোঃ ওয়াহিদুর রহমান বাবু ও
গীতা পাঠ করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সন্তোষ দাস।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ রশিদ সর্দার
সকালে আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।