বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের কোয়াটার ফাইনালে

reporter / ১২৪ ভিউ
আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২

৫ নং গুপ্টি ইউনিয়নকে ৪-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ফরিদগঞ্জ পৌরসভা
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ বঙ্গবন্ধু গোল্ডেকাপ (অনূর্ধ্ব ১৭) ফুটবল টুনামেন্ট কোয়াটার ফাইনাল সম্পন্ন হয়েছে।
১৫মে রবিবার বিকালে  ফরিদগঞ্জ এ আর  পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে ৫ নং গুপ্টি ইউনিয়ন একাদশকে  ৪-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফরিদগঞ্জ পৌরসভার একাদশ। ৬০ মিনিটের খেলা (৩০ মিনিট করে) ম্যাচেটির প্রথমার্ধ্যে কোন দল গোল না পেলেও খেলার দ্বিতীয় আর্ধ্যে আলো ছড়ায় ফরিদগঞ্জের আক্রমণ ভাগের খেলোয়াড়রা, এদিন শুরুতে দলের হয়ে মধ্য মাঠ থেকে কিক করে প্রথম গোল করেন মেহেদী। পরবর্তীতে ডি-বক্সের সামনে থেকে তরিকুলের পাশে সাইমুনের গোলে দুই-শূন্য ব্যবধানে এগিয়ে যায় পৌরসভা দল। এরপর দলীয় ক্যাপ্টেনের আরো একটি গোলে গোল সংখ্যা তিনটি পূর্ণ করে ফরিদগঞ্জ পৌরসভা দল। শেষ গোলটি করেন দলের আক্রমণ ভাগের খেলোয়াড় তরিকুল ইসলাম। এরপর উভয় দলের খেলোয়াড়রা বেশ কয়েকটি আক্রমণ হলেও কোন গোল না হওয়ায় ৪-০ ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালের টিকেট পায় দলটি।
দিনের দ্বিতীয় কোয়াটার ফাইনালের লড়াইয়ে নামে ৮নং পাইকপাড়া একাদশ বনাম ১৬নং রুপসা দক্ষিন ইউনিয়ন। এই ম্যাচে ৮নং পাইকপাড়া ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে ১৬ রূপসা দক্ষিণ ইউনিয়ন সেমিফাইনাল নিশ্চিত করে।
উল্লেখ্য ১৭ মে টুনামেন্টর তৃতীয় কোয়াটার ফাইনালে মুখোমুখি হবে ৯ নং গোবিন্দপুর ইউনিয়ন একাদশ বনাম ১২নং চরদুঃখিয়া ইউনিয়ন একাদশ। এবং চতুর্থ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ৩নং সুবিদপুর ইউনিয়ন একাদশ বনাম ৬নং গুপ্টি ইউনিয়ন পরিষদ একাদশ।


এই বিভাগের আরও খবর