নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে ২ কেজি গাঁজাসহ বরিশালের মাদকব্যবসায়ী মো. সাব্বির হোসেন (২৬) গ্রেফতার হয়েছে।
শুক্রবার (৩ জুন) সকাল পৌঁনে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, শুক্রবার সকাল ৮.৪৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই মাজহারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া কচুয়া থানাধীন খাজুরিয়া সাকিনস্থ কুমিল্লা-টু-চাঁদপুর আঞ্চলিক সড়কের খাজুরিয়া যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ সাব্বির হোসেন, পিতা-মৃত হুমায়ুন কবির সবুজ, সাং-চর মাধবরায়, মোল্লা বাড়ী, ৬নং বিদ্যানন্দনপুর ইউপি, থানা-কাজিরহাট, জেলা-বরিশালকে০২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
এই ঘটনায় তার বিরুদ্ধে কচুয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে।