শিরোনাম:
কচুয়ায় তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন মতলবের মেহরনে মাদক বিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী আহত, কিশোর নিহত মতলবের উদ্দমদী ওয়েফারার কমপ্লেক্সের মাহফিল সম্পন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৩৬ জুলাই ঘিরে তরুণদের আগ্রহ কচুয়ার সাচারে আল শিফা হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য লিফটের বিতরন ফরিদগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জে রাসূল (সাঃ) অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র বানিজ্যিক কৃষি ও নিরাপদ সবজি উৎপাদন শীর্ষক কৃষক ও উদ্যোক্তা প্রশিক্ষণ সম্পন্ন

reporter / ১৭০ ভিউ
আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
Exif_JPEG_420

  মতলব দক্ষিণ প্রতিনিধিঃ  বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসি)’র আয়োজনে বানিজ্যিক কৃষি ও নিরাপদ সবজি উৎপাদন শীর্ষক কৃষক ও উদ্যোক্তা প্রশিক্ষণ গতকাল ৩১ মে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে  অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রশিক্ষণে বক্তারা বলেন, কৃষি প্রধান বাংলাদেশে ফসল উৎাপদনে আমরা আল্লাহর উপর নির্ভরশীল। শস্য শ্যামল বাংলাদেশ সবসময়ই প্রাকৃতিক দূর্যোগ লেগে থাকে। নিরাপদ শাক-সবজি চাষবাদে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। উছল্লিয়া গ্রাম- বাংলার কৃষক, যাঁরা দিনরাত রোদ পুড়ে – বৃষ্টিতে ভিজে মাঠে ফসল উৎপাদন করেন। আপনারা ভালো মানের বীজ উৎপাদন করেন। ফসল এখন নিজেদের খাদ্য যোগায় না বানিজ্যিক ফসল উৎপাদন হচ্ছে। দেশ-বিদেশে ফসল সরবরাহ করা হয়। কৃষক ও উদ্যোক্তারা সবসময় কৃষি অফিসাররে পরামর্শ মতো সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে ফসল উৎপাদন করবেন। আন্তরিক ও নিষ্ঠার সাথে কাজ করেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার।
কৃষক ও উদ্যোক্তার দিনব্যাপী প্রশিক্ষণ
প্রধান অতিথির বক্তব্য ও সারের প্রয়োগ পদ্ধতি ও ভেজাল সার নিরুপন সম্পর্কে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন, কুমিল্লা বিএডিসি যুগ্মপরিচালক (সার) কৃষিবিদ মোঃ মুজিবুর রহমান, কুমিল্লা বিএডিসি যুগ্মপরিচালক (বীজ)  মোঃ দেলোয়ার হোসেন নান্টু, কুমিল্লা অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মো মিজানুর রহমান।
 অনুষ্ঠানের শুরুতেই সভাপতিত্বের স্বাগত  বক্তব্য ও  কুমিল্লা  বিএডিসি সৈয়দপুর উপপরিচালক (উদ্যান) মোঃ নিগার হায়দার হায়দার খাঁন কৃষি গবেষণা কতৃক উদ্ভাবিত নতুন জাতের পরিচিত সম্পর্কে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।
মাটির পরিক্ষা ও সার সুপারিশ সম্পর্কে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন কুমিল্লা বিএডিসি’র এসআরডিআই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামাল হোসেন,  কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা শ্যামল কুমার ভাওয়াল, কুমিল্লা বিনা উপকেন্দ্র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ডাঃ মোঃ আশিকুর রহমান,
আধুনিক পদ্ধতিতে বীজতলায় সবজির চারা উৎপাদন এবং রোগবালাই ও পোকামকড় দমন পদ্ধতি সম্পর্কে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন  কৃষি গবেষণা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ কায়ছার(বিএআরআই, কুমিল্লা), পোকামাকড় দমন গদ্বতি সম্পর্কে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রফিকুল ইসলাম, ধানের রোগ-বালাই  সম্পর্কে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ড. মোঃ মামুনুর রশীদ, ড. মোঃ সোলায়মান তালুকদার, আধুনিক ও উন্নত জাতের চাষ সম্প্রসারণ ও সম্ভাবনা সম্পর্কে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন চাঁদপুর ডিআাই মোঃ জালাল উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলার কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, কুমিল্লা কৃষি তথ্য সার্ভিস  উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মহসিন মিজি, শিক্ষক মোঃ মনিরুজ্জামান, মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাজির খান, সাবেক মেম্বার ও
সমাজসেবক নোয়াব খান,
বিএডিসি বীজ ডিলার আঃ সাত্তার খান প্রমূখ।
কুমিল্লা বিএডিসি’র উপসহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম সঞ্চালনায়
বিএডিসি কুমিল্লা সৈয়দপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রের দপ্তরের উপপরিচালক (উদ্যান) বাস্তবায়নে ও বিএডিসি’র উদ্যান উন্নয়ন বিভাগের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উদ্যান জাতীয় ফসল সরবরাহ ও পুষ্টি নিরাপত্তা উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দিনব্যাপী প্রশিক্ষণ শেষে  বিএডিসি ডিলার, কৃষক ও উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও বিভিন্ন  ফলজের চারাগাছ প্রদান করেন অতিথিবৃন্দ।


এই বিভাগের আরও খবর