নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক মো. জসিমউদ্দিন বেপারী (২৮) বিদ্যুৎপৃষ্টে মারা গেছেন। তিনি ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
২৬ মে বৃহস্পতিবার বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে পল্লীবিদ্যুতের ছেঁড়া তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। একই সময়ে আহত হয়েছেন সুজন (৩২) ও মইন (২০) নামে আরও দুই যুবক। তাদের প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে পল্লীবিদ্যুতের ছেঁড়া তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন জসিমউদ্দিন। তাকে ছাড়াতে গিয়ে ওই গ্রামের সুজন ও মইন নামে আরও ২ যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বিদ্যুৎ অফিসে ফোন করার পর তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জসিমউদ্দিনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও অপর আহত ২ জনকে দ্রুত কুমিল্লাতে পাঠানো হয়।
এদিকে ছাত্রলীগ নেতা জসিমউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে চাঁদপুর জেলা ছাত্রলীগের জহিরুদ্দিন মিজি বলেন, আমরা জসিম উদ্দিনের এমন অকাল মৃত্যুতে শোকাহত। আমাদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আপাও এই খবরটি শুনে গভীর শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে।