শিরোনাম:
ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে ঘুরছেন বিভিন্ন মহলের ধারে ধারে চাঁদপুরের ৮ উপজেলা সহ দেশের ৪৯৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন চাঁদপুর জেলার ৭টি সহ সারাদেশে ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০ কচুয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন কচুয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে শিক্ষক সমিতি শুভেচ্ছা মতলব উত্তরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা উপাদী উত্তর ইউনিয়নে দীপু চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া

ভোক্তা অধিকার রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাতের হানা, জরিমানা আদায়

reporter / ১৪৬ ভিউ
আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ ভোক্তা অধিকার রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ও ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত করা হয়েছে,এ সময় ২ টি প্রতিষ্ঠান কে  জরিমানা করা হয়, এ ব্যাপারে চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তর জানায়,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক  এবং চাঁদপুর জেলার জেলা প্রশাসক  এর সার্বিক নির্দেশনা মোতাবেক আজ ১৮জুন শনিবার বিকাল ৩টা  থেকে ৬ টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর যৌথ অভিযান সদরের বাস স্ট্যান্ড ও নতুন বাজার এলাকায় পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আবিদা সিফাত ও ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  নুর হোসেন।  বাস স্ট্যান্ডস্থ মুসলিম সুইটসের কারখানাতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টিও বিস্কুট তৈরির দায়ে ৩,হাজার জরিমানা করা হয়। এরপর নতুন বাজার পার্শ্ববর্তী এলাকায় নিউ মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়, সেখানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও নির্ধারিত সেবামূল্যের চেয়ে অধিক দামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের দায়ে উক্ত প্রতিষ্ঠানকে ২০,০০০/- অর্থ দণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকশ টিম।   ভবিষ্যতে জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর