মতলব দক্ষিণ প্রতিনিধি:
মতলব দক্ষিনের মন্সীরহাট সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শাখায় র্দুধর্ষ চুড়ির ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ ।
সরজমিনে জানাযায় গত ২৭ এপ্রিল রাতে ব্যাংকের দুতালা ভবনের পুর্ব পাশের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে চুরের দল । ভিতরে পবেশ করে তারা সিসি ক্যামেরায় কালো রং স্প্রে করে যাতে করে তাদের সনাক্ত করা না যায়। পরে প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের ভোল্ড খোলে ২৭ লক্ষ ৩০ হাজার ৩ শত ৮৩ টাকা নিয়ে যায় চুরের দল ।
এ ঘটনায় সোস্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার এমএ হালিম ভূইয়া বাদী হয়ে মতলব দক্ষিন থানায় একটি মামলা দায়ের করেন ।
গত ২৯ এপ্রিল মুন্সীরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই কবির হোসেন ও সঙ্গীয় ফোর্স এ সময় চরির ঘটনার সাথে সম্পৃক্ত থাকার সন্ধেহে ব্যাংকে তিন জন নাইট ঘাটকে আটক করা হয় । পর ৩০ এপ্রিলে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরন করা হয় ।
মতলব দক্ষিন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন নাইটগার্ড থাকা অবস্থায় ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে এবং তাদের কথা বার্তায় আমাদের সন্ধেহ হওয়ায় তিনজনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে ।