শিরোনাম:
ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে ঘুরছেন বিভিন্ন মহলের ধারে ধারে চাঁদপুরের ৮ উপজেলা সহ দেশের ৪৯৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন চাঁদপুর জেলার ৭টি সহ সারাদেশে ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০ কচুয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন কচুয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে শিক্ষক সমিতি শুভেচ্ছা মতলব উত্তরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা উপাদী উত্তর ইউনিয়নে দীপু চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া

মতলব উত্তরের গজরায় গৃহবধূকে মারধর হত্যার হুমকির ঘটনায় থানায় অভিযোগ

reporter / ১৫৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

লিয়াকত হোসাইন :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের পশ্চিম রায়েরদীয়া গ্রামে এক গৃহ বধুকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। উক্ত বিষয়ে ঐ গৃহবধুর স্বামী মোঃ ইউসুফ আলী প্রধান মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ মে রবিবার দুপুরে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের পশ্চিম রায়েরদীয় গ্রামে পূর্ব শত্রতার জেরধরে একই গ্রামের
মোঃ আবু বক্কর প্রধানের ছেলে আঃ হান্নান প্রধান, তার স্ত্রী আছমা বেগম, আব্বাছ প্রকাশ কালু প্রধানের স্ত্রী হোসেনে আরা সহ অজ্ঞাত নামা আরো ৩/৪জন মিলে পূর্ব পরিকল্পিতভাবে রিনা বেগমকে মারধর করার চেষ্টা করে।
তাছাড়া ১,২ ও ৩ নং বিবাদীসহ আরো নাম নাজানা ৩/৪ জনকে নিয়ে বাড়ীর ঘাটপাড় বসে নেসা সেবন করে। বাড়ীর ও আশ পাশের মা-বোন পুকুরঘাটে গেলে, অশ্লিল ভাষায় কথাবার্তা ও অঙ্গভাঙ্গী করে। এ বিষয়ে বিবাদীদের বাধা দিলে , তারা বাধার তোয়াক্কা না করে অশ্লিল আচার আচরন ও হুমকি ধমকি দেয়।

এবিষয়ে বাদী মোঃ ইউসুফ প্রধান বলেন, ঘটনার দিন আমার স্ত্রী রিনা বেগম প্রতিবাদ করলে, সকল বিবাদীরা আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ ও লাঠি সোটা,সাবল দিয়া মারধর করে রক্তাক্ত ও জখম করে। তাকে খুন করার জন্য লোহার সাবল দিয়া বারি মারলে, ২নং স্বাক্ষী সেলিনা বেগমের ডান হাতে প্রতিহত করে। তখন ২নং স্বাক্ষীর ডান হাতে কেটে রক্তাক্ত জখম হয়। পরে আমার স্ত্রী ডাক চিৎকার দিলে, আশ পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বাদী মোঃ ইউসুফ প্রধান বলেন, আমি খবর পেয়ে এসে বিবাদীকে জিজ্ঞােস করলে ১নং বিবাদী আমার সাথে মারমুখী আচরন করে। আমি যদি আইনের আশ্রয় নেই তাহলে আমাকে ও আমার পরিবারের লোকজনদেরকে খুন করে লাশ গুম করবে বলে প্রকাশ্য হুমকি দেয়। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভূগতেছি।

এবিষয়ে মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন,এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানোগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর