মতলব উত্তরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস

reporter / ১৬০ ভিউ
আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে উপজেলা
কৃষি অফিসের উদ্যোগে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস ও আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমন ধান কাটার পর জমি ফলে না রেখে তেল জাতীয় ফসল উচ্চ
ফলনশীল জাতের সরিষা আবাদ করে কৃষক আবার বোরো চাষ করতে পারবে। এর মধ্য দিয়ে যেমন
দু’ফসলী জমি তিন ফসলী চাষের আওতায় আসবে। এচাড়াও উৎপাদিত সরিষা নিজেদের
পারিবারিক তেলের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ফসল বিক্রি করেও লাভবান হবেন। তিনি আরো বলেন
৫০ শতক জমি থেকে অনায়াসে সাড়ে ৮ থেকে ৯ মন সরিষার ফলন পাওয়া যাচ্ছে। তিনি আরো
বলেন, স্বাস্থ্যকর তেল হিসেবে সরিষার পরিচিতি রয়েছে। তেল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি অফিস। আমদানি নির্ভরতা কমাতে তেলফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা দিক তুলে ধরেন তিনি। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মুরাদুল হাসান।আরো বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়াজী, কৃষক জয়নাল আবেদীন সরকার।
এ প্রকল্পের আওতায় মতলব উত্তর উপজেলায় সরিষা ফসলের চাষ হয়েছে। স্বাস্থ্যকর তেল হিসেবে সরিষার পরিচিতি রয়েছে। এ সময় উপ-সহকারী মিজানুর রজমান, মো. শরীফুল ইসলাম’সহ প্রায় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর