মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উত্তর উপজেলায় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ছেংগারচর সরকারী মডেল উবি ও… উবি দল সেমিফাইনালে উন্নীত হয়।
৩১ মার্চ বৃহস্পতিবার উপজেলা মাঠে দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ২ উইকেটে মুজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।
ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।মুজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ১০৪ রান করতে সক্ষম হয়। ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষে মারুফ সর্বোচ্চ ৪টি উইকেট লাভ করে।
মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের কামরুল সর্বোচ্চ ৩৮ রান করতে সক্ষম হয়। ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষে ব্যাটিং করে নিয়ন ৩২ রান করে দলের জয়ে ভূমিকা রাখে।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করে রবীন ও সুজন এবং স্কোরারের দায়িত্বে ছিলেন মিরাজ।
উপজেলা মাঠে কোয়ার্টার ফাইনাল পর্বের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরীফুল হাসান।
খেলায় মাঠে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক ইবনাল মঈন আহমেদ রিপন, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ক্রীড়া সংস্থার সদস্য মনিরুল ইসলাম, উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক আক্তার হোসেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সিরাজুল ইসলাম, মুজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরীসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী লোকজন।
২য় কোয়ার্টার ফাইনালে টসে জিতে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে।দলের পক্ষে জিদান ১২ টি ছক্কা আর ২টি ৪ এর মাধ্যমে ৮৪ রান করে সবার দৃষ্টি কাড়ে । ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে অন্তর দলের পক্ষে ৩ উইকেট সংগ্রহ করে।
জবাবে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল ১৮৮ রান করতে সক্ষম হয়। ফলে জীবগাঁও উচ্চ বিদ্যালয় ১৫ রানে জয়লাভ করেন। ইন্দিরিয়া উচ্চ বিদ্যালয়ের রোহান দলের পক্ষে ৯৩ রান সংগ্রহ করে।