প্রেস বিজ্ঞপ্তিঃ মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খানের যৌথ স্বাক্ষরে বুধবার(১৯ জানুয়ারি) মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে । জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান বলেন,দলীয় আদর্শ ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মোঃ আল আমিন ফরাজীকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়।অপর দিকে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। উল্লেখ্য,বিগত ২০১০ সালের ১০ অক্টোবর মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।