মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিন উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । গত ২৮ এপ্রিল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চাঁদপুর ২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল। এ সময় বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি দেওয়ান রেজাউল করিম, ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজ্ঞুর হোসেন রিপন , কচিকাচা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল , প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন , উপাদী দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি মাওলনা মোঃ মোরশেদ আলম সিরাজী।