মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিণে জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নমেন্ট শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয় । উক্ত টুর্নামেন্ট উদ্ভোধন করেন সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াসির আরাফাত ।
১৬ মে বিকাল ৩ টায় উৎসব মুখর পরিবেশে মতলব নিউ হোস্টেল মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বহী কর্মকর্তা ফাহমিদা হক । ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জহিরুল ইসলাম আলেকের পরিচালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মহিউদ্দিন মিয়া, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজ, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু সাহা,
৩ নং খাদেরগাঁও ইউনিয়নের পরিষদের সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর ১ নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম হালদার মোল্লা প্রমুখ ।
উদ্ভোধনী খেলায় অংশ গ্রহন করেন মতলব পৌরসভা একাদশ বনাম খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ উক্ত খেলায় খাদেরগাঁও ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়ে জয় লাভ করেন মতলব পৌরসভা ।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মহসীন পাটোয়ারী, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন জামাল ও স্বপন । ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন রিয়াদুল আলম, ও কামরুল ইসলাম নিপু ।
মতলব দক্ষিনে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের উদ্ভোধন করেন সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াছির আরাফাত ।