নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুন সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৩ মার্চ বুধবার ১০.০০ ঘটিকা হতে ১০.৩০ ঘটিকা পর্যন্ত পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন খাজুরিয়া বাস ষ্ট্যান্ড সংলগ্ন খাজুরিয়া জামে মসজিদ এর দক্ষিণ পাশে কুমিল্লা টু চাঁদপুর রোডে কুমিল্লা হতে চাঁদপুর অভিমুখী ঢাক মেট্রো-ব-১৪-৫৭৫৯ নম্বরের রিলাক্স নামীয় যাত্রীবাহী বাসের ভিতরে বসা অবস্থায় ১) মোঃ তপু শিকদার প্রঃ তরিকুল (২০), পিতা- জাহাঙ্গীর শিকদার, মাতা- মৃত তাছলিমা বেগম, সাং- পশ্চিম পিঙ্গলাকাঠী, হাজী পাড়া(শিকদার বাড়ী), থানা- গৌরনদী, জেলা-বরিশাল কে ৫(পাঁচ) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ ) টাকা । উক্ত মামলায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে বরিশাল, মাদারীপুরসহ বিভিন্নস্থানে মাদক পাচার করে আসছে। এ ব্যাপারে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান
মাদকবিরোধী আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।