নিজস্ব প্রতিবেদকঃ
গত ১ জানুয়ারি বিকেলে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জাতীয় আইন কলেজ শাখা আয়োজিত কলেজ ক্যাম্পাসে মুজিব শতবর্ষে স্বাধীনতার রজতজয়ন্তী এবং বাংলাদেশের বরেন্য কিংবদন্তি আইনজীবী এড, আবদুল বাসেত মজুমদারের ৮৪ তম জন্মদিন এবং জাতীয় আইন কলেজ শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আইন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ডক্টর মহিবুর রহমান চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের বরেন্য আইনজীবী আবদুল বাসেত মজুমদারের সুযোগ্য উত্তরসূরী এড, সাঈদ আহমেদ রাজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এড, মোঃ শহীদুল ইসলাম টিটু, রমনা হাতিরঝিল থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জনাব আমির হোসেন, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এবং পদ্মা সেতু ও বাংলাদেশ ব্যাংকের আইন উপদেষ্টা এড, আবদুন নুর দুলাল, ডেপুটি এটর্নি জেনারেল এড, এস, এম গোলাম মোস্তফা তারা, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারন সম্পাদক এড, মোঃ জিয়াউল হক চৌধুরী বাবু, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী নকিব সাইফুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশে সুপ্রীম কোর্টের আইনজীবী এড, পার্থ, এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল এড, পান্নু মিয়া, এড, বিল্লাল হোসেন লিজন সহ সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক এড, মোঃ হারুন অর রশিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন স্বপন, কেন্দ্রীয় সম্পাদক শহিদুল ইসলাম, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, গন যোগাযোগ সম্পাদক রাশিদা আহমেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, জাতীয় কলেজ শাখার সভাপতি মোসাঃ রোকেয়া সুলতানা ও সাধারন সম্পাদক কাজী রুমার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা এড, সাঈদ আহমেদ রাজা তার বক্তব্যে আয়োজিত সংগঠন কে তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানান তার পিতাকে নিয়ে এমন একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং তিনি আশ্বাস দেন বাবার মত করে এই সংগঠনকে সার্বিক সহযোগিতা করার। কেন্দ্রীয় সংগঠনের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এড, মোঃ শহীদুল ইসলাম টিটু তার বক্তব্যে জাতীয় আইন কলেজ শাখার নেতাকর্মীদের ধন্যবাদ জানান এমন একটা সফল প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং সকলকে সুসংগঠিত ভাবে দলের জন্য কাজ করার আহবান জানান। কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক এড, মোঃ জিয়াউল হক চৌধুরী বাবু উপস্থিত নেতৃবৃন্দদের কাছে কলেজ শাখার নবগঠিত কমিটির সভাপতি রোকেয়া সুলতানা, সাধারন সম্পাদক কাজি রুমা, সহ সভাপতি মাহমুদা আলি মেনুকা, হাবিবুল্লাহ বাহার, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাঈফ, রিফাত রোকসানা সুবর্না, ফোরকান সহ অন্যান্য নেতৃবৃন্দদের কে পরিচয় করিয়ে দেন এবং স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দদের কাছে রোকেয়া রুমার নেতৃত্বাদিন জাতীয় আইন কলেজ শাখার কমিটিকে সাংগঠনিক কাজে সহযোগিতা করার আহবান জানান এবং সংগঠনের পক্ষ থেকে স্থানীয় আওয়ামীলীগের নেতাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। উপস্থিত বিশেষ অতিথি রমনা হাতিরঝিল থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জনাব আমির হোসেন তার বক্তব্যে এড, মোঃ শহীদুল ইসলাম টিটু এবং এড, মোঃ জিয়াউল হক বাবুর অনুমোদিত জাতীয় আইন কলেজ শাখার নবগঠিত কমিটির নেতাকর্মীদের স্বাগত জানিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে সাংগঠনিক ভাবে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
অনুসঠান শুরু আগেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদক সহ আমন্ত্রিত অতিথিদের জাতীয় আইন কলেজের নবগঠিত কমিটির নেতাকর্মীগন ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন এবং শেষে তাদের জাতীয় আইন কলেজ শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও সন্মানোনা স্বারক ক্রেস্ট উপহার দেন এবং বাংলাদেশের বরেন্য কিংবদন্তি আইনজীবী এড, আবদুল বাসেত মজুমদারের ৮৪ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করেন।