কামরুল হাসান রাব্বীঃ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাছাই কমিটি-১ এর সভার সুপারিশ ও যথাযথ কর্র্তপক্ষের অনুমোদনক্রমে কৃষি পুলের উপপরিচালক পর্যায়ের ৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম পরিচালক করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বিএডিসি’র সচিব মো. আশরাফুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
সরকারের যুগ্ম পরিচালক (সার) পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে স্থান পেয়েছেন মতলব উত্তরের কৃতি সন্তান ড. মো. ইব্রাহিম খলিল। তিনি উপজেলার সরদারকান্দি গ্রামের আলহাজ্ব আনোয়ার আলী গাজীর পুত্র। বর্তমানে তিনি সিলেটে কর্মরত রয়েছেন।