শিরোনাম:
ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে ঘুরছেন বিভিন্ন মহলের ধারে ধারে চাঁদপুরের ৮ উপজেলা সহ দেশের ৪৯৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন চাঁদপুর জেলার ৭টি সহ সারাদেশে ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০ কচুয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন কচুয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে শিক্ষক সমিতি শুভেচ্ছা মতলব উত্তরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা উপাদী উত্তর ইউনিয়নে দীপু চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া

লিটল স্কলার্স একাডেমির উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বার্ষিক মিলাদ ও দোয়া

reporter / ১৫৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান আজ ১৩ জুন বিদ্যালয় মিলনায়তে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ নুরুজ্জামান পাভেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুর রহিম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আছিয়া আক্তার, বিদ্যালয়ের পরিচালক রোটা. রেদওয়ান আহমেদ জাকির, রোটা. মনির হোসেন, কাজী মোঃ সোহেল। বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির অধ্যক্ষ রাধেশ্যাম মন্ডল, সহাকীর শিক্ষক সুমন চন্দ্র সাহা, তানিয়া আক্তার, বিদায়ী শিক্ষার্থী ফারিয়া মেহজাবিন সানজানা, মারিয়া আক্তার, ১০ম শ্রেনির শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুজ জামান মজুমদার। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করেন সুমাইয়া জাহান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন দশম শ্রেণি শিক্ষার্থী ফারিয়া আলম সাইমা।
 এ সময় বিদ্যালয়ের পরিচালক মোঃ আমির খান, সালমা আক্তার, সমাজসেবক আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক।


এই বিভাগের আরও খবর