শাহরাস্তির নুনিয়ায় চলছে উপজেলার সর্ববৃহৎ ঈদের জামায়াতের প্রস্তুতি

reporter / ১০৫ ভিউ
আপডেট : রবিবার, ১ মে, ২০২২

রাফিউ হাসানঃ করোণা কালীন প্রকোপের দু’বছর পর চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের নুনিয়া গ্রামে উপজেলার সর্ববৃহৎ জামায়াত অনুষ্ঠানের লক্ষ্যে নুনিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে চলছে প্রস্তুতি। মুসুল্লিদের সুষ্টু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য নেওয়া হচ্ছে সব ব্যবস্থা। উপজেলার সর্ববৃহৎ এই ঈদের জামায়াতে শরীক হয় দশ হাজারেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি।
নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্থানীয় পুলিশ,
আয়োজক কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক সদস্যরা দায়িত্ব পালন করবেন। ঈদগাহের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
নুনিয়া ঐতিহাসিক ঈদগাঁও বহু পুরাতন। প্রায় ২২ গ্রামের মুসল্লি সমবেত হয় এই ঈদ জামায়াতে। ব্রিটিশ আমল থেকেই এখানে ঈদ জামায়াত প্রচলিত। এখানে নামাজের ইমামতি করে লক্ষীপুরের রায়পুর উপজেলার পীর সাহেব গন। বর্তমানে তাদের উত্তসূরী গন গদ্দিনীশি দ্বায়িত্বে আছেন।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, মাঠের জামায়াত মনিটরিং ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের ব্যবস্থা নেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর