প্রেস বিজ্ঞপ্তিঃ
আজ ঐতিহাসিক ১৭ই মে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্র শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ছয় বছরের নির্বাসন জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ই মে তিনি দেশের মাটিতে ফিরে আসেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নরঘাতকরা ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ডের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকরে। এ সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দীর্ঘ ছয় বছর নির্বাসন শেষে সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ই মে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছেন।
জেলা আওয়ামী লীগের কর্মসূচীঃ
১। সকাল ৭.৩০ মিনিট জেলা আওয়ামী লীগ কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ২। সকাল ৮ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
৩। বিকাল ৩ টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা দোয়া অনুষ্ঠান সভাপতিত্ব করবেন জনাব নাছির উদ্দিন আহমেদ, সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগ।
৪। বাদ আসর মসজিদ, মন্দির অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান দোয়া প্রার্থনা শেষে তবারক বিতরণ উক্ত কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী তথা সর্বস্তরের জনগনকে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।