মোঃ আলমগীর হোসেন হাইমচর।।
নতুন বছরের প্রথম দিনে শনিবার অনানুষ্ঠানিক ভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা। কেউ কেউ বই হাতে পেয়েই দৌড় দিয়েছে, আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে। এ চিত্র হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়।
২০১০ থেকে বছরের ১ম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দিয়ে শিক্ষা মন্ত্রণালয় সফলতার অনন্য রেকর্ড করেছে। সরকারিভাবে এতো বই ছাপিয়ে বাঁধাই করে প্রত্যন্ত অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বিতরণের ইতিহাস বিশ্বের কোথাও নেই।
করোনা মোহামারীর কারনে স্বাস্থ্যবিধি বিবেচনায় বই উৎসব পালন কার হয়নি।
হাইমচর সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ২০২২ সালের নতুন পাঠ্যবই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুরু হয়ে ১৫ জানুয়ারী পর্যন্ত অব্যহত থাকবে।
১লা জানুয়ারি শনিবার, সকাল ১১টায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন এসময় তিনি বলেন করোনা মহামারীর কারনে এবছর বই উৎসব পালন কার হয়নি। স্বাস্থবিধি মেনে ধারাবাহিক ভাবে শতভাগ বই বিতরণ শুরু হয়েছে। আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত বই বিতরণ অব্যহত থাকবে।
অপরদিকে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যভিধি মেনে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের হাতে বই তুলেধেন প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি এস এম আল-মামুন সুমন। এবারের এস এস সি পরিক্ষা-২০২১ইং অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে দুইজন গোল্ডেন জিপিএ সহ মোট ১১জন জিপিএ -৫ পেয়েছে। তাদেরকে নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলি ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।